মুন্সীগঞ্জে জাকের পার্টি ছাত্রফ্রন্টের মিশন সভা অনুষ্ঠিতঃ
জাকের পার্টির সুমহান প্রতিষ্ঠাতা বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী (র.) সাহেবের মহা পবিত্র বিশ্ব ফাতেহা শরীফ (৭ ই সফর) উপলক্ষ্যে মুন্সীগঞ্জ জেলা পশ্চিম জাকের পার্টি ছাত্রফ্রন্ট এর আয়োজনে গতকাল বেঁজগাঁও জাকের পার্টির কার্যালয়ে সকাল ১০ টায় কেন্দ্রীয় মিশন ও ছাত্র সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত মিশন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ রবিউল ইসলাম রবি, সাধারণ সম্পাদক, জাকের পার্টি ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় পরিষদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জুলকার নাঈন আরজু, সভাপতি, জাকের পার্টি ছাত্রফ্রন্ট ঢাকা বিভাগ ও দেওয়ান নাঈমুর রহমান রমজান, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জাকের পার্টি ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় পরিষদ।
আরও উপস্থিত ছিলেন শফিকুল ইসলাম শফিক, সদস্য, জাকের পার্টি ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় পরিষদ; আসাদ্দুজ্জামান রানা,সদস্য, জাকের পার্টি ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় পরিষদ।
এছাড়াও শ্রীনগর সরকারি কলেজ, লৌহজং সরকারি কলেজ, শ্রীনগর উপজেলা, লৌহজং উপজেলা, সিরাজদিখান উপজেলা জাকের পার্টি ছাত্রফ্রন্ট এর নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
সভাপতিত্ব করেন তুষার আহম্মেদ কুতুব; সভাপতি, জাকের পার্টি ছাত্রফ্রন্ট মুন্সীগঞ্জ সাংগঠনিক জেলা পশ্চিম। সঞ্চালনা করেন রফিকুল ইসলাম ফয়সাল; সাধারণ সম্পাদক, জাকের পার্টি ছাত্রফ্রন্ট মুন্সীগঞ্জ সাংগঠনিক জেলা পশ্চিম।
বক্তারা আসন্ন মহা পবিত্র বিশ্ব ফাতেহা শরীফকে সাফল্যমন্ডিত করার জন্য বিশেষ ভাবে আহ্বান জানান এবং জাকের পার্টি ছাত্রফ্রন্টকে আরও গতিশীল করার জন্য বিশেষ দিক নির্দেশনা প্রদান করেন।
সভাপতি মহোদয়ের সমাপনী বক্তব্য ও বিশ্ব মুসলিম উম্মাহর জন্য শান্তি কামনা করে দোয়া-মোনাজাতের মাধ্যমে উক্ত মিশন সভার সমাপ্তি ঘটে।